“অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন”

ঢাকা, ৮ই মার্চ ২০২৫: আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে ইউসেপ বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে ঢাকা নর্থ রিজিয়নের উদ্যোগে আলোচনা সভা ও কর্মসূচির আয়োজন করে। আন্তর্জাতিক নারী দিবসের এ বছরের মূল প্রতিপাদ্য ছিল “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”।

আলোচনা সভায় ড. মো: আবদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনাব ফারাহ্ কবির, কান্ট্রি ডিরেক্টর, একশনএইড বাংলাদেশ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নারীদের কৃতিত্বকে সম্মান জানানো এবং লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা তৈরি করাই আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের মূল উদ্দেশ্য।” তিনি আরও বলেন, নারীদের অধিকার, লিঙ্গ সমতা, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, এবং নারীর সমানাধিকারের বিষয়গুলো সমাজের সকল স্তরে বিশেষত পারিবারিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি স্তরে গুরুত্বসহকারে আলোচনার ও সচেতনতার প্রয়োজন রয়েছে।

সভাপতির বক্তব্যে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো: আবদুল করিম বলেন, ““নারী ও কন্যার উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিতে হবে। মেয়েদের শিক্ষার প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা গেলে লিঙ্গ সমতা অর্জন আরও সহজ হবে।” তিনি বক্তব্যে নারীর ক্ষমতায়নসহ, নারীর অধিকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কনভেনশন এবং আইনসমূহের যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্বআরোপ করেন।  

নারী দিবস উপলক্ষে ইউসেপ বাংলাদেশ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে, যার মধ্যে ছিল নারী অধিকার বিষয়ক আলোচনা, সচেতনতামূলক কার্যক্রম, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও সমাজে নারীদের অগ্রগতির স্বীকৃতি প্রদান ইত্যাদি।

এই আয়োজনে ইউসেপ বাংলাদেশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top