ইউসেপ বাংলাদেশ ১৬ ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মিরপুরস্থ প্রধান কার্যালয়ে পালন করেছে ।
সকাল ১০ ঘটিকায় নির্বাহী পরিচালক জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয় । আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মো: সাজ্জাদুল হক,অধ্যক্ষ, ইউ আই এসটি ।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ড. মো:আবদুল করিম, এছাড়া ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবদুল মান্নান,পরিচালক প্রোগাম ও ইনোভেশনস,জনাব নাজমুন নাহার, পরিচালক, ফিন্যান্স ও কমপ্লায়েন্স, জনাব মো: আনোয়ারুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার, ইউসেপ ঢাকা নর্থ রিজিয়ন ।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, বাঙ্গালির চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আজ । বাংলাদেশ নামক স্বাধীন একটি রাষ্ট্র গড়ার পেছনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথা স্মরন করে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের নিজেদেরকে কারিগরী শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে । ইউসেপ বাংলাদেশ কারিগরী শিক্ষায় দক্ষ মানবসম্পদ গড়ার মাধ্যমে শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করছে ও বাংলাদেশের অগ্রযাত্রায় অগ্রণী ভুমিকা পালন করছে ।