ইউসেপ বাংলাদেশ-এর উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৫: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউসেপ বাংলাদেশ ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। দিবসটি উপলক্ষে ইউসেপ ঢাকা উত্তর অঞ্চল ও ইউআইএসটি-এর যৌথ আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও ইউসেপ বাংলাদেশের সকল আঞ্চলিক কার্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের স্মরণ করার পর এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার গুরুত্ব ও এর সংরক্ষণে করণীয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়, যা বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটায়।

ইউসেপ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের সুবিধাবঞ্চিত শিশু ও যুবদের জন্য মানসম্মত শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ প্রদানে কাজ করে আসছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়া এবং মাতৃভাষার প্রতি দায়িত্বশীলতা গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

Scroll to Top